প্রকাশিত: Sun, Dec 17, 2023 10:53 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:00 AM

[১]আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশ

এল আর বাদল: [২] বিজয়ের মাসে দেশবাসীকে দারুণ এক উপহার দিলো টাইগার যুবারা। এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে দুবাইয়ের মাঠে বিজয়কেতন ওড়ালো বাংলাদেশের ওরা ১১জন। এই জয়ে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

[৩] বিজয়ের মাসে আরও একটি সুসংবাদ দিয়েছে মহিলা ক্রিকেট দল। শনিবার দিবাগত রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড ১১৯ রানে হারিয়ে দেয় টাইগ্রেসরা। 

[৪] এবারের যুব এশিয়া কাপে হালে পানি পায়নি এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ আর আরব আমিরাত পাকিস্তানকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। এশিয়া কাপে চূড়ান্ত লড়াইয়ে হট ফেভারিট বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না আমিরাত। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ‘শ্যাম রাখি না কূল রাখি’ অবস্থায় পড়ে আরব আমিরাত দল। শেষ পর্যন্ত ভরাডুবি হয় দলটির। 

[৫] এদিন ব্যাটিংয়ে ঝড় তোলার পর বোলিং ফিল্ডিংয়েও মুন্সিয়ানা দেখালো টাইগার যুবারা। ইনিংসের শুরু থেকে বোলিং তোপে দিশাহারা আমিরাত ব্যাটাররা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তারা সবকটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ৮৭ রান। ফলে বাংলাদেশ জিতে ১৯৫ রানের বড় ব্যবধানে। 

[৬] রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করে বাংলাদেশ। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। শিবলি ১৪৯ বলে ১২৯, রিজওয়ান ৭১ বলে ৬০ ও আরিফুল ৪০ বলে ৫০ রান করেন। ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানের মধ্যে ৫ ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। সেই বিপর্যয়ে কাটিয়ে উঠতে ব্যর্থ হয় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪ ওভারে ৮৭ রানে অলআউট হয় তারা। ফলে বিশাল জয়ে শিরোপা উল্লাসে মাতে টাইগার যুবারা। 

[৭] দুর্দান্ত পারফরমেন্সের কল্যাণে ম্যান অব দ্য সিরিজ আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন আশিকুর রহমান শিবলী।

[৮] এর আগে ২০১৯ সালে প্রথমবার ফাইনালে উঠে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। যুব এশিয়া কাপের গত ৯ আসরের মধ্যে এককভাবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। একবার শিরোপা জেতে আফগানিস্তান। ২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

 ছেলেদের ক্রিকেটে বড়রা এখন পর্যন্ত যা করতে পারেনি সেটাই করে দেখালো ছোটরা। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের পর এবার এশিয়ার শ্রেষ্ঠত্বও অর্জন করেছে বয়সভিত্তিক ক্রিকেট দল। রোববার ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়েছে যুবারা। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সংযুক্ত আরব আমিরাত অলআউট হয়েছে ৮৭ রানে। ১৯৫ রানের বড় জয়ে বাংলাদেশ প্রথমবারের মতো মাথায় দিয়েছে যুব এশিয়া কাপের মুকুট। তাতে যুব বিশ্বকাপের পর এশিয়া কাপ জিতে বড় টুর্নামেন্টে সফল হওয়ার পথটা এই ছোটরাই দেখালো।

 দ্বি-পাক্ষিক সিরিজ নিয়মিত জিতলেও বাংলাদেশ জাতীয় দল বড় টুর্নামেন্টে সাফল্যহীন। সাকিব-মুশফিকরা তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেও সাফল্য পাননি। আর বিশ্বকাপের ফাইনালতো দূরের পথ, এখন অব্দি কোয়ার্টার ফাইনালের গণ্ডিই বড়রা পেরুতে পারেনি। বড়দের ব্যর্থতার ভিড়ে এখন আশা দেখাচ্ছে ছোটদের বয়সভিত্তিক ক্রিকেট। এই ছোটরাই সাকিব-মুশফিকদের পথ দেখাচ্ছেন।

  প্রথমে গ্রুপ পর্বে জাপান, আরব আমিরাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ যুব দল সেমিফাইনাল নিশ্চিত করে। যে ভারতের সামনে সাকিব-তামিমরা দুইবার এশিয়া কাপের শিরোপা খুইয়েছেন, সেই দেশটির যুব দলকে হারিয়েই বাংলাদেশ শিরোপা জয়ের পথটা সুগম করেছে। তার পর শিরোপা মঞ্চে তো বাংলাদেশের সামনে স্রেফ উড়ে গেছে স্বাগতিক আরব আমিরাত।

 ফাইনালে বাংলাদেশ এই অসাধ্য সাধন করেছে মাত্র দ্বিতীয় চেষ্টায়। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলে ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। সম্পাদনা: সমর চক্রবর্তী